যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ জহুরুল বিশ্বাস (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা ।
রবিবার ( ১৬ অক্টোবর) গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক জহিরুল ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে। তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী।
বিজিবি জানায়,গোপন সূত্রে তারা জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে কামারবাড়ী মোড়ে পাকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে সন্দেহভাজন এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি নাইন এম এম পিস্তল, ১টি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার (১৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি অস্ত্র সহ একজন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীকে একটি নাইম এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ অস্ত্র আইনে মামলা দিয়ে আজ সকালে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/টি আই