বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা গে‌জেট’র প্রধান প্রতি‌বেদক মিলনের মামার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা গে‌জেট’র প্রধান প্রতি‌বেদক মোহাম্মদ মিলন এর বড় মামা সাপ্তাহিক স্মৃতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা কাজল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন।

তিনি আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে যশোরের নিজ বাসায় ইন্তেকাল ক‌রেন। কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

মরহু‌মের নামা‌জে জানাযা আজ মঙ্গলবার বাদ যোহর যশোর পুরাতন কসবায় অনু‌ষ্ঠিত হ‌বে।

মৃত্যুকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৬২ বছর। মৃত্যুকালে তি‌নি স্ত্রী, ছেলে গোলাম মোস্তফা অনিক, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

তাঁর মৃত্যুতে খুলনা গে‌জেট এর সম্পাদক ও প্রকাশক মোঃ মাহমুদ আহসান গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন। এছাড়া তার আত্মার মাগ‌ফিরাত কামনা এবং প‌রিবা‌রের সদস্যদের প্রতি গভীর শোক ও সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন। প্রধান প্রতিবেদকের মামার ইন্তেকালে খুলনা গেজেট পরিবার গভীরভাবে শোকাহত।

খুলনা গে‌জেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন