যশোরে মোটরসাইকেল থামিয়ে দুই ভাইকে মারপিট করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ গেটের সামনে। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কালাম মোড়ল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আজিজুল মোড়লের ছেলে। তিনি যশোর ঝুমঝুমপুরের বাসিন্দা।
আহত কালাম জানান, তিনি ও তার ভাই সালাম গ্রামেরবাড়ি থেকে নগদ একলাখ ২০ হাজার টাকা নিয়ে যশোরে ফিরছিলেন। পথে রাত ১২ টার দিকে সাতমাইল কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌছালে সাবেক মেম্বর মকবুল হোসেনের নেতৃত্বে কামরুল, জনি, রশিদুলসহ আরও ১০/১২ জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে পেপসির বোতল দিয়ে মারপিট করে। মাধায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় তার ভাই কৌশলে ৯৯৯ এ কল করে। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, তার কাছে নগদ টাকা ছাড়াও গলায় সোনার চেইন ও মোবাইল ছিলো যা ছিনতাইকারীরা নিয়ে গেছে।
এ বিষয়ে সাবেক মেম্বর মকবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, কালামের কাছে টাকা পাওনা ছিলো। সেই সুবাদে তাকে আটকে রাখা হয়েছিলো। ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মনিরুজ্জামান জানান, রাতে পুলিশ লাইনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনার সূত্রপাত বলে তিনি জানান।
খুলনা গেজেট/এসজেড