খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

শার্শায় ডিজিটাল ল্যাবে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় নিজস্ব উদ্যোগে তৈরি একটি ডিজিটাল ল্যাব আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ২০ লাখ টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই প্রতিষ্টানের মালিক।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, বুধবার গভীররাতে উপজেলার জামতলা বাজারে মায়া ডিজিটাল ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

মায়া ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপক রায়হান আলি বলেন, রাতে নৈশ প্রহরীদের মাধ্যমে সংবাদ পেয়ে এসে দেখি আগুন পুরোপুরি তখনও ধরেনি। তিনি অভিযোগ করেন বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে তার এতো বড় ক্ষতি হয়ে গেছে। বারবার তাদের ফোন দেয়া সত্বেও তারা সাড়া দেয়নি। পরে বাগআচড়া পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে যেয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার ব্যবস্থা করা হয়। এসময় দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সরকারি নম্বরের ফোনটি পাশে রেখে অন্য ফোনে খোশগল্প করছিল।

মায়া ডিজিটাল ল্যাবের সত্ত্বাধিকারী ইকবাল হোসেন আরও বলেন, আগুনে ল্যাবে থাকা একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার মেশিন, ফটোকপি মেশিন, লেমিনেটিং মেশিন, ক্যামেরা, সিসিটিভি, আইপিএস সহ আনুষঙ্গিক সকল সরঞ্জাম সম্পুর্ন পুড়ে নষ্ট হয়েছে। এতে অন্তত ২০লাখ টাকার কম্পিউটার সামগ্রী পুড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলে, আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যেত। তিনিও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ব্যাপারে শার্শা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে বলে জানান ইকবাল হোসেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!