বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

অভয়নগর প্রতিনিধি

যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩৮) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ২৬ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় প্রেমবাগ স্কুল গেট এলাকায় ঘটেছে।

নিহত ইমরান হোসেন বাঘারপাড়া উপজেলার বল্লামুখ গ্রামের সৈয়দ আালীর ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী মটর সাইকেল চালককে বিপরীতমুখী বালিবাহী ডাম্প ট্রাক ধাক্কা দিলে মটর সাইকেল চালক ইমরানের ঘটনা স্থালেই তার মৃত্যু ঘটে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন