খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

যশোর হাসপাতালের অনিয়মে ক্ষুব্ধ অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলামের চাকরি থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগে অতিরিক্ত সচিব (হাসপাতাল অনু বিভাগ) নাজমুল হক খান। শনিবার (১৭ সেপ্টেম্বর) যশোর জেনারেল হাসপাতালের সুপারের কনফারেন্স রুমে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। একই সাথে তিনি স্টোর কিপারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জান, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সার্জারি বিভাগে সার্জন ডাক্তার এনকে আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুজ সাদিক রাসেল, হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, অর্থোপেডিক কনসালটেন্ট ডাক্তার বজলুর রশিদ টুলু, ডাক্তার হিমাদ্রি শেখর প্রমুখ।

মতবিনিময় শেষে অতিরিক্ত সচিব নাজমুল হক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতাল পরিদর্শনে এসে অনেক অসংগতি পেয়েছে। স্টোর কিপার সাইফুল ইসলামকে তার কাজের বিষয়ে হুশিয়ারি করা হয়েছে। হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও জনবলসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। বেশ কিছু সমস্যা আছে, আশা করছি আগামীতে এসব সমস্যার সমাধান হয়ে যাবে।

এসব বিষয়ে তত্ত্ববধায়ক ডাক্তার আখতারুজ্জান বলেন, ইতিমধ্যে হাসপাতালের ক্যাশ কাউন্টার থেকে চারজনকে সরিয়ে দেয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না। ক্যাশ কাউন্টারে দুই রকম ভাউচারে টাকা নেয়া হয়, একটি সরকারিভাবে হাসপাতালের প্রিন্ট করা রশিদ (মেমো)। অন্যটি কম্পিউটারে প্রিন্ট করপ্রণকল সাদা কাগজে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক বলেন, বিষয়টি আমার কানে এসেছে। গোটা বিষয় ক্ষতিয়ে দেখা হবে।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!