শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

অভয়নগরে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, আসামি আটক

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ এনে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলাটি করেছেন। মামলা নং ১১।  এ ঘটনায় আসামি মোঃ রানা গাজীকে থানা পুলিশ আটক করেছে। সে ভাটা এলাকার মোঃ বিল্লাল গাজীর ছেলে।

মামলা বিবরণী থেকে জানা গেছে, গত ৮ সেপ্টম্বর ১১ টায় উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানা ভাটা এলাকার মোঃ বিল্লাল গাজীর বাড়িতে তার বান্ধবী রোজের সাথে ওই শিশু মেয়েটি খেলা করতে যায়। এসময় সুযোগ বুঝে শিশুটিকে মোঃ রানা গাজী ডেকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এতে সে চিৎকার করলে তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামি মোঃ রানা গাজীকে আটক করেছি এবং তাকে বেলা ১১ টায় যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন