বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে নওয়াপাড়া স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোর গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম রানা(২৮)। সে উপজেলার নওয়াপাড়া গরুহাট এলাকার মতৃ- ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রানা একজন মাদকসেবী ছিল। ঘটনার আগে সে খুব মদপান করেছিল। এবং ওই সময় সে স্টেশন এলাকায় ছিল। এসময় দুর্ঘনায় পড়ে নিহত হন।

এ বিষয়ে নওয়াপাড়া স্টেশন মাস্টার মাসুদুর রহমান রনি বলেন, ঘটনার স্থান থেকে নিহত ব্যক্তির লাশ জি আর পি পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। বাকি বিষয় তারা দেখবে, এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে কি কারণে তিনি নিহত হয়েছেন।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন