বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার নওয়াপড়া বাজারের ৩ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ৩ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুর ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো: ইব্রাহিম হোসেন ও সহকারী পরিচালক শরিফা সুলতানা।

দই ও মিষ্টিতে ছত্রাক থাকার কারণে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী রাখার জন্য মেসার্স তার স্টোরকে ৮ হাজার টাকা ও গ্রাহকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে পণ্য বিক্রয়ের জন্য এলজি বাটারফ্লাই শোরুমকে ৫ হাজার টাকা জারিমানা করা হয়।

উপ পরিচালক মো: ইব্রাহিম হোসেন বলেন, জনস্বার্থে বাজার তদারকির জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে উপস্থিত সাংবাদিকদের জনান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন