শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২
ভৈরব নদের নাব্যতা সংকটের ফলে

অভয়নগরে তলা ফেটে আবারো কার্গো ডুবি

অভয়নগর প্রতিনিধি

য‌শো‌রের অভয়নগরে ভৈরব নদের নাব্যতা সংকটের কারণে তলা ফেটে আবারো কার্গো ডুবির ঘটনা ঘটছে।বৃহস্পতিবার নওয়াপাড়ার তালতলা এলাকায় অবস্থিত আকিজঘাটে এ ঘটনা ঘটে। কার্গোতে পানি ঢুকে চার হাজার বস্তা আকিজ সিমেন্ট নষ্ট হয়ে গেছে। ভিজে যাওয়া সিমেন্টের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকিজ সিমেন্টের নারায়নগঞ্জ ফ্যাক্টরি থেকে ১৫ হাজার ৫শত বস্তা সিমেন্ট নিয়ে এমভি সানাম কার্গোটি গত ২৫ আগস্ট নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া ভৈরব নদে এসে তালতলাস্থ আকিজের ঘাটে নোঙর করার সময় তলদেশে পাথরের আঘাতে ফেটে কার্গোতে পানি প্রবেশ করে। এসময় দুইটি স্যালোম্যশিন দিয়ে পানি সেচ দিতে থাকে। আকিজ কর্তৃপক্ষ দ্রুত সিমেন্ট আনলোড করলেও প্রায় ৪ হাজার বস্তা সিমেন্ট ভিজে নষ্ট হয়ে যায়। যার মুল্য প্রায় ২৪ লাখ টাকা।

এম ভি সানাম কার্গোর মাস্টার মিন্টু বলেন, আকিজ ঘাটে কার্গোটি নোঙর করার সময় তলদেশে পাথরের ধাক্কা লেগে ফেটে পানি ঢুকে প্রায় ৪ হাজার বস্তা সিমেন্ট ভিজে নষ্ট হয়ে গেছে। বাকি সিমেন্ট আনলোড করা হয়েছে।

আকিজ সিমেন্টের নওয়াপাড়ার ডিপো ইনচার্জ কামাল হোসেন বলেন, কার্গোর তলদেশ ফেটে পানি ঢুকে বেশ কিছু সিমেন্ট নষ্ট হয়ে গেছে। তবে এ মুহূর্তে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্ররুয়ারি মাসে দুইটি ও পরে আরো একটি জাহাজ নাব্যতা সংকট ও নদের মধ্যে বর্ধিত করে নির্মাণ করা অবৈধ ঘাটে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায়।

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন