শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরের মণিরামপুরে ড্রাইভারের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর থানা পুলিশ শুক্রবার সকালে খেদাপাড়া ইউনিয়নের গালদা মানিকতলা গ্রাম থেকে ইয়াসিন ড্রাইভার (৩৫) নামে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে। ইয়াসিন ওই গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে।

গ্রামবাসি জানিয়েছে, উপজেলার গালদা মানিকতলায় একটি বাড়ির ভিতরে টিউবওয়েল পাড়ে ইয়াসিন নামে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। এরপর তারা মণিরামপুর থানায় সংবাদ দেন। তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কি কারনে তার মৃত্যু হয়েছে তা পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তার মৃত্যু রহস্যজনক বলে থানা পুলিশ জানিয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন