বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর পৌরপার্কের সামনে যুবক ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পূর্ব শত্রুতার জেরে পিয়াল হোসেন (২৪) নামে এক যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শহরস্থ পৌর পার্কের স্টেডিয়ামের কর্নারে। তিনি শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পিয়াল পৌরপার্কের স্টেডিয়ামের কর্নারে বসে ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় । এসময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, তার হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

খুলনা গে‌জেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন