শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ঝিকরগাছায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে রিক্তা খাতুন (১৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী আকাশ খান ওরফে আসাদুল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায়।

পুলিশ মরদেহ উদ্বার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রিক্তা খাতুন শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও আকাশ খান ওরফে আসাদুল ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।

নিহতের মা রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়ের স্বামী আকাশ মালয়েশিয়ায় ছিল। ১০ দিন আগে সে বাড়িতে আসে। এরপর মেয়ের সাথে সামান্য বিষয় নিয়ে বাকবিতন্ডা লেগেই ছিল। মঙ্গলবার সকালে মেয়ে রিক্তা তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিল। হটাৎ করেই জামাই এসে বটির আছাড় দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকড়া প্রাইভেট ক্লিনিকে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে মেয়ের কাছে যাই। এখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেলা ৩টার দিকে রিক্তা মারা যায়।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সুমন ভক্ত জানান, পারিবারিক কলহের কারণে স্বামীর বঠির আঘাতে গৃহবধূ খুন হয়েছেন। সংবাদ শুনে ঘটস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন