খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

যশোরে বাম সংগঠনের অর্ধ দিবস হরতাল পালন

নিজস্ব প্রতিবেদক, য‌শোর

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে যশোরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে। দুপুর ১২টায় মিছিলে নেতৃত্ব দেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মাহবুবুর রহমান মজনু, তসলিম হোসেন। হরতালের নেতৃত্ব দেন জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর ফিরোজ এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সংগঠক খবির শিকদার। হরতাল শেষে দুপুরে শহরের লালদীঘি পাড়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার নেতা জাহিদুল ইসলাম জাহিদ, জেলা নেতা আবদুল আলিম, মিলন রহমান, হাসান মাহমুদ, জামসেদ আলী মোড়ল, আছসার হোসেন, পরিতোষ ঠাকুর, ইলিয়াস হোসেন কাঞ্চন, মোহাম্মদ আলফু শিকদার, সুমির দাস, শামিম হোসেন প্রমুখ।

এদিকে, হরতালের কারণে যশোরে দুপুর ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম বন্ধ ছিল। এরপর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!