বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে সোহাগ হত্যা মামলায় যুবলীগ নেতা ফন্টু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় সংগঠনের নেতা তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পিপি এম. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন ।

জানা গেছে, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় দীর্ঘ চার বছর পলাতক থেকে বৃহস্পতিবার তিনি আদালত আত্মসমর্পণ করেন। কোতোয়ালি থানা পুলিশ বলেছে, তার বিরুদ্ধে হত্যাসহ আরো একাধিক মামলা রয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন