যশোরে ব্যবসায়ীকে অপহরণের পর চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ অভিযোগে ইনতাজ (৪৭), সেলিম মোল্যা (৪৮), মাসুদুর রহমান নান্নু ওরফে খোড়া নান্নু (৩৮) ও সুজন হোসেনকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম তাদের আটক করেন। ইনতাজ আলী শহরের মোল্যাপাড়ার হাসেম আলীর ছেলে, সেলিম একই এলাকার আনার আলীর ছেলে, মাসুদুর রহমান নান্নু ওরফে খোড়া নান্নু লুৎফর রহমানের ছেলে ও সুজন হোসেনকে একই এলাকার নুর ইসলামের ছেলে।
ভুক্তভোগী যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মাহমুদুর রহমান ওহাব অভিযোগ করে জানায়, রাত সাড়ে ৯টায় আমি শহরের খাজুরা বাসস্ট্যান্ডে আশি ব্যবসায়িক কাজে। এসময় ইনতাজ, সেলিম মোল্যা, মাসুদুর রহমান নান্নু ওরফে খোড়া নান্নু ও সুজন হোসেনসহ সাত-আটজন আমাকে অপহরণ করে বারান্দি মোল্যাপাড়া নিয়ে যায়। সেখানে একটি ঘরের মধ্যে আটক রেখে দুই লাখ টাকা মুক্তিপণ চায়।
এসময় আমাকে মারপিট করে এক পর্যায় আমার শ্যালকের মাধ্যমে বিকাশে ৫০ হাজার টাকা নেয়। আমার মোবাইলের বিকাশে থাকা ১২ হাজার ৪৫৭ টাকা তুলে নেয়। এসময় আমার পকেটে থাকা ব্যাংকের চেকের পাতাগুলিতে ও ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের আটক করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, অপহরণকারীদের আটক করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট / আ হ আ