শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বারান্দীপাড়ার মাঠপাড়ায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সাথে সে গলায় ফাঁস দেয়। স্বজনদের দাবি, প্রেমিকার পরিবারের লোকজন মারপিট করায় ক্ষোভে হোসেন আত্মহত্যা করেছে। এ খবরে প্রেমিকা আত্মহত্যার চেষ্টা চালিয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মোহাম্মদ হোসেনের স্বজনরা জানিয়েছেন, একই এলাকার এক স্কুলছাত্রীর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো হোসেনের। এরই জেরে মঙ্গলবার রাতে তাকে মারধর করে প্রেমিকার পরিবারের লোকজন। এরপর থেকে তার মন খারাপ ছিলো। স্বজনদের দাবি মারপিটের শিকার হয়ে হোসেন ক্ষোভে দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে, প্রেমিক হোসেনের মৃত্যুর খবর শুনে তুতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তার প্রেমিকা। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার আব্দুর রশিদ জানান, বর্তমানে ওই স্কুলছাত্রী আশঙ্কামুক্ত। ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই বিমল তরফদার জানান, প্রেমিকার পরিবারের মারপিটের শিকার হয়ে মোহাম্মদ হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন