বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ১৩টি চেক ডিজঅনার মামলায় ১১ জনের কারাদন্ড, দু’জন খালাস

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ১৩টি চেক ডিজঅনার মামলার রায় ঘোষণা করেছে আদালত। এরমধ্যে ১১ মামলায় ১১ আসামিকে পৃথক মেয়াদে সাজা ও ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। বাকি দুটি মামলায় দু’ আসামির খালাস দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি ভীম সেন দাস।

আদালত সূত্র জানায়, সাতক্ষীরা জেলার শ্রীউলা গ্রামের লুৎফর গাজীর ছেলে নাজমুল হুদাকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লাখ টাকা অর্থদন্ড, যশোর সদর উপজেলার শাখারীগাতি গ্রামের আব্দুল আজিজের ছেলে মাসুদ সোহাগকে এক বছরের কারাদন্ড ও সাত লাখ টাকা জরিমানা, নড়াইল জেলার মুলদাইর গ্রামের ইদ্রিস শেখের ছেলে কামাল শেখকে এক বছরের কারাদন্ড ও চার লাখ টাকা অর্থদন্ড, যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হযরত আলীর ছয় মাসের কারাদন্ড ও তিন লাখ টাকা অর্থদন্ড, নীলফামারী জেলার বিসিক শিল্পনগরীর মদিনা ফ্লাওয়ার মিলের মালিক খালিদ ইকবালের ছয় মাসের কারাদন্ড ও দু’লাখ টাকা অর্থদন্ড, ঝিকরগাছা উপজেলার গদখালীর আব্দুর রহমানের স্ত্রী নাসরিনের তিন মাসের কারাদন্ড ও একলাখ ৪৭ হাজার টাকা অর্থদন্ড, শংকরপুর ইসহাক সড়কের আব্দুল গনির ছেলে আশরাফুল ইসলামের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একলাখ ৩৯ হাজার টাকা ৫০০ টাকা অর্থদন্ড, মেহেরপুরের মুজিবনগরের মজিল হকের ছেলে আহসান হাবীবের তিন মাসের কারাদন্ড ও ৮৩ হাজার ৭৮০ টাকা অর্থদন্ড, কেরানীগঞ্জ জেলার জয়নগর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মাসুদুর রহমানের দু’মাসের কারাদন্ড ও ৫৩ হাজার ৫০০ টাকা, মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আমির আলীকে এক মাসের কারাদন্ড ও ৪৩ হাজার ৪০০ টাকা অর্থদন্ড ও যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের অহেদ আলীর স্ত্রী শিল্পীয়ারা বেগমের এক মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়। আসামিরা সবাই পলাতক রয়েছেন। বাকি দুটি মামলায় দু’ আসামির খালাস প্রদান করা হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন