যশোরের চৌগাছায় ক্ষেতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে সেলিম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে। বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বারুইহাটি গ্রামের মাঠে দাউদ হোসেনের ধান ক্ষেতে এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসী জানায়, বুধবার সকাল থেকেই গ্রামের দাউদ হোসেনের ধানক্ষেতে ৮/১০জন কৃষি মজুরদের সাথে রোপা আমনের চারা রোপণ করছিলেন সেলিম হোসেন। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলেও তারা কাজ চালিয়ে যান। পরে বেলা ১১টার দিকে বৃষ্টি জোরে শুরু ও বজ্রপাত হতে থাকে। এসময় মজুররা মাঠ ছেড়ে গ্রামের দিকে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে বজ্রপাত হলে সেলিম হোসেন অজ্ঞান হয়ে মাঠেই পড়ে যান। পরে অন্যরা তার কাছে গিয়ে উদ্ধার করে আনেন। এরপর দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।