বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

পূর্ব শত্রুতার জের ধরে যশোরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। আহত আবির হোসেন যশোর সদর উপজেলার মুড়লি এলাকার ওসমান আলীর ছেলে। আবির দানবীর হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।

আহতের স্বজনরা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে আবির ও তার দুই বন্ধু মেহেদী এবং প্রান্ত এলাকার স্কুল মাঠে বসে ছিলো। এসময় একই এলাকার ইমনসহ ৩/৪ জন তাদের ওপর হামলা চালিয়ে আবিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন, আবিরের বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। এ কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন