শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে যুদ্ধ অপরাধের আসামি জামাই বাড়ি থেকে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে জামাই বাড়ি থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি শ্বশুর ফজর আলীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ এ মামলা বিচারাধীন রয়েছে।

আটক ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি মণিরামপুরের গোবিন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে চাকরিরত ছিলেন। অবসরে যাবার পর মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত হলে আত্মগোপনে চলে যান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল ফজর আলীর বড় জামাই টেংরামারি গ্রামে আকতারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এখান থেকেই তাকে আটক করে পুলিশ। তিনি দীর্ঘদিন জামাই বাড়িতে আত্মগোপন করে ছিলেন বলে পুলিশ জানায়।

এ বিষয়ে থানার এএসআই সোহেল রানা পারভেজ জানান, বহুদিন ধরে ফজর আলীকে আটকের চেষ্টা চলছিল। কিন্তু বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করায় তাকে আটক করা যাচ্ছিল না। অবশেষে এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফজর আলীকে আটক করা হয়। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন