যশোরের চৌগাছায় এক মাছ চাষির ৩ বিঘা জমির মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধোন করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার জিওয়লগাড়ি মাঠে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।
পৌরসভার ৩নং ওয়ার্ডের জিওয়লগাড়ি মাঠে স্থানীয় বেলেমাঠ গ্রামের মৃত লবাই মন্ডলের ছেলে শওকত আলী ৩ বিঘা করে দু’টি ভেড়ি লিজ নিয়ে বছরের পর বছর ধরে মাছ চাষ করেন। প্রতিটি ভেড়িতে লক্ষ লক্ষ টাকার মিঠা পানির হরেক রকমের মাছ রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে একটি ভেড়িতে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়ে ভেড়ির সমুদয় মাছ মেরে ফেলেছে। মারা যাওয়া মাছের মধ্যে রুই, কাতল, সিলভারকার্প, গ্লাসকার্প, তেলাপিয়া, মৃগেলসহ নানা জাতের মাছ আছে। বুধবার সকালে শওকত আলী ভেড়িতে যেয়ে এই দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলরসহ এলাকার নারী পুরুষ শিশু মাছ মরা দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করে।
ভুক্তভোগী মাছ চাষি শওকত আলী বলেন, এলাকায় কারও সাথে তার কোন বিরোধ নেই। নিজ গ্রাম বেলেমাঠ ও জিওয়লগাড়ি পাশাপাশি হওয়ায় উভয় গ্রামের সব মানুষের সাথেই রয়েছে সুম্পর্ক। কেন কি কারনে এমন ক্ষতি করা হয়েছে তা নিজেও জানেনা। তিনি বলেন, মুলত মাছ চাষ করেই সে জীবিকা নির্বাহ করেন। বছরে দুইবার ভেড়ি থেকে মাছ বিক্রি করেন। খরচ খরচা বাদ দিয়ে যা রোজগার হয় তাতেই চলে সংসার। যে ক্ষতি করা হয়েছে তা কখনই পুশিয়ে উঠা সম্ভব হবে না।
স্থানীয় বাসিন্দা শাহাজার আলী বলেন, মাছ চাষি শওকত আলী অত্যান্ত হাসিখুশি মনের একজন মানুষ। কোন মানুষের সাথে তার শত্রুতা আছে এমন মনে হয়না। কি কারণে এমন ক্ষতি করা হয়েছে তা খতিয়ে দেখা দরকার।
পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা উজ্জ্বল বলেন, সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসি এবং ক্ষতিগ্রস্থ চাষির সাথে কথা বলি। যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন তিনি।