শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে পৌরপার্কের সামনে থেকে চাকুসহ দু’যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পুলিশ অভিযান চালিয়ে দুটি চাকুসহ দুই যুবককে আটক করেছে। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে শহরের পৌরপার্কের মেইন গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বারান্দী নাথপাড়ার কুমারেশ চন্দ্রের ছেলে কপিল চন্দ্র সাহা ও বাঘারপাড়ার খাজুরা এলাকার দাউদ হোসেনের ছেলে জিসান হোসেন।

কোতোয়ালি থানার এসআই সালাউদ্দিন খান জানান, সোমবার রাত সাড়ে এগারোটার পর খবর পৌরপার্ক এলাকায় অভিযান চালান। তারা জানতে পারেন একদল যুবক অস্ত্রশস্ত্র নিয়ে ক্ষমতার দাপট দেখাতে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকেরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে ওই দু’জনকে আটক করা হয়।

এসময় আরও ৩/৪ জন পালিয়ে যায়। পরে আটক দুই যুবকের দেহ তল্লাশি চালিয়ে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন