শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোলের গোগা সীমান্তে ১৮ কেজি ভারতীয় রুপা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে এবার প্রায় ১৮ কেজি ভারতীয় রুপার গহণাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। বুধবার (৬ জুলাই) সকালে গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এ চালান আটক করা হয়। তবে এসময় তারা কাউকে আটক করতে পারেনি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে। এরই ভিত্তিতে গোগা বিওপির টহলদল গোগা গ্রামে তল­াশি অভিযান পরিচালনা করেন। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে তল­াশি চালিয়ে ১৭ কেজি ৯শ’ গ্রাম (১৫শ’ ৩৯.৪ ভরি) ভারতীয় রুপা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপাসহ মোটরসাইকেলের আনুমানিক মূল্য পঁচিশ লাখ নয় হাজার একশ’ টাকা। উদ্ধারকৃত রুপা ও মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন