শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

অভয়নগরে লাখ টাকার গরু চুরি

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার গভীর রাতে নওয়াপাড়া পৌরসভার মশরহাটি গ্রামে। গরুর মালিক ওই এলাকার মৃত সৈয়দ আলী বিশ্বাসের মেয়ে সখিনা বেগম এ ব্যাপারে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সখিনা বেগম জানান, গরু লালন পালন করে তার সংসার চলে। কোরবানি ঈদকে সামনে রেখে কয়েকদিন যাবৎ রাতে স্থানীয় ও বহিরাগত লোকের আনাগোনা দেখে চোর আতঙ্কে ছিলেন তিনি। ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে তার গোয়ালের চারটি গরুকে খেতে দিয়ে গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমাতে যান। রাত দুইটার দিকে ঘুম ভেঙ্গে গোয়াল ঘরের সামনে যেয়ে দেখেন তার গোয়ালের তালা ভাঙ্গা এবং ভিতরে এক লাখ ২০ হাজার টাকা মূল্যের এঁড়ে গরুটি নেই। ওই রাতেই পরিবারের সকলে গরু খুঁজতে বের হন এবং গরুর পায়ের ছাপ দেখে খুঁজতে থাকেন। এ সময় রাস্তায় স্থানীয় এক যুবকসহ বহিরাগত দুই যুবককে দেখতে পান। তাদের কাছে জিজ্ঞাসা করলেও তারা কিছু বলতে পারেনি।

সখিনা বেগম জানান, তার বাড়ি থেকে ১০টি বাড়ি পার করে স্থানীয় রংধনু ক্লাবের পাশ থেকে গরুটি পিক-আপ এ তোলার নমুনা তারা দেখতে পেয়েছেন। সখিনা বেগমসহ তার পরিবারের ধারনা স্থানীয় কেউ এ চুরির সাথে জড়িত। তিনি এ ব্যাপারে প্রশাসনের জোরালো ভূমিকা দাবি করেছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন