শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নরসুন্দর খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চঞ্চল দাস (২০) নামে এক নরসুন্দর খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার মজিদপুর গ্রামে। নিহত চঞ্চল দাস ওই গ্রামের কার্তিক দাসের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মজিদপুর গ্রামের নরসুন্দর চঞ্চল দাসকে ওইদিন রাতে ওই গ্রামের মাঠের মধ্যে একটি কলাবাগানে নিয়ে দুর্বৃত্তরা গলায় ও পেটে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তিনি স্থানীয় বিকাশ দাসের বাড়িতে এসে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। চঞ্চল দাস কেশবপুর থানার মোড়ের দীপক দাসের সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

সেলুন মালিক নরসুন্দর দীপক দাস জানান, প্রায় এক বছর আগে চঞ্চল দাস তার দোকান থেকে অন্য স্থানে কাজে চলে যান।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক আবু বক্কার সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন