মাদক বিক্রয়ে বাধা দেওয়ার জেরে গত ২৯ মে যশোরে আফজাল শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলার প্রধান আসামি মোঃ সাজ্জাদ হোসেন ওরফে সিজান’কে গ্রেপ্তার করেছে র্যাব। রাজারহাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার(২৮ জুন) রাত সাড়ে ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্পূব শত্রুতার জের ধরে গত ২৯ মে আসামি সাজ্জাদ ওরফে সিজান ও তার সহযোগীরা র্পূব পরিকল্পিত ভাবে ধারালো চাইনিজ কুড়াল, দা, চাকু দিয়ে ভিকটিম আফজাল শেখ (২৮)কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আসামিরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভিকটিমের বাবা মোঃ ছলমোন শেখ (৬৩) বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, আসামি ও তার সহযোগী আসামিদেরকে মাদক বিক্রয়ে বাধা-নিষেধ করাতেই ভিকটিমের সাথে শত্রুতার শুরু হয়।
এই ঘটনার পরপরই র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, হত্যা মামলার সাথে জড়িত আসামি যশোরের রাজারহাট এলাকায় অবস্থান করছে। র্যাবে একটি অভিযানিক দল রাত সাড়ে ১০ টায় রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাজ্জাদ হোসেন ওরফে সিজান’কে গ্রেপ্তার করে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে। আটক আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই