বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু সাঈদ মোহাম্মদ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বেনাপোল বিওপিতে কর্মরত হাবিলদার সাহিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অস্ত্র চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেইন পিলার ২৪ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং ঘিবা সীমান্তের একটি বাগানের মধ্যে ধানের কুড়ার বস্তার মধ্য হতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি আমেরিকার তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গুলি ও ম্যাগাজিন এর সিজার মূল্য ১ লাখ এক হাজার ৪শ‘ টাকা।

উদ্ধারকৃত অস্ত্র গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনিি জানান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন