বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের রাজারহাট থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১শ’৪০ পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। আটককৃতরা হলো, সদর উপজেলার রামনগর মিলপাড়ার পিয়ার আলীর ছেলে ফিরোজ হোসেন ও রামনগর ধোপাপাড়ার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার তালশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম।

ডিবি পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবির এসআই আমিরুল ইসলাম ও এএসআই ইমদাদুল হকের সম্বনয়ে একটি টিম। ওই অভিযানে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪২ হাজার টাকা। এ ঘটনায় এএসআই ইমদাদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন