বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে বালু বোঝাই ট্রলি থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে বালু বোঝাই ট্রলি থেকে পড়ে ১০ বছর বয়সী তারেক হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত তারেক উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের শফিক সরদারের পুত্র। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টার দিকে বাড়ির পাশে চাচাতো ভাইয়ের ট্রলি থেকে পড়ে চাকায় ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

জানাযায়, চাচাতো ভাই হাবিবুর রহমানের বালু বোঝাই ট্রলিতে ছিল মাদ্রাসা ছাত্র তারেক। চলন্ত অবস্থায় অসাবধানতা বশত সে ট্রলি থেকে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোমেন বিশ্বাস। শিশু তারেকের মৃত্যুতে তার পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন