বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, য‌শোর

যশোরের চৌগাছায় গাছ থেকে পড়ে শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নিজের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বর্ণিশাহাপুর-কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। শিমুলের চার বছরের ছেলে ও একটি শিশু কন্যা সন্তান রয়েছে ।

শিমুলের মামাতো ভাই জাকির হোসেন বলেন, শিমুল এদিন সকালে মাঠে কাজ করে এসে সাড়ে ১০টার দিকে নিজের বাড়ির নারিকেল গাছে ডাব পাড়তে ওঠে। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বর্ণি বাজারে গ্রাম্য চিকিৎসক জব্বারের কাছে নেয়া হয়। পরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খুলনা গে‌জেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন