বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিকরগাছায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা পৌর শহরে রাস্তা পার হবার সময় মাইক্রোবাস চাপায় খোরশেদ আলম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি পৌর সদরের কীর্তিপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১১ জুন) সকাল সাতটার দিকে প্রাতভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ঝিকরগাছা বাস টার্মিনালের সামনে তিনি দুর্ঘটনা কবলিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত খোরশেদ আলম শনিবার সকালে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা ট্রাক টার্মিনালের সমানে পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় যশোর মুখি একটি মাইক্রোবাসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে সকাল দশটার দিকে তিনি মারা যান।

নিহতের স্বজনরা জানান, শনিবার বাদ আসর ঝিকরগাছায় মরহুমের নামাজে জানাজা শেষে শার্শা উপজেলার নিজামপুর গ্রামে তাকে দাফন করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন