শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে বের করে দেয়ায় ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার জামতলা গ্রামে বৃদ্ধ পিতা ফজর আলীকে ভরন-পোষণ না দেয়া এবং বাড়ি থেকে বের করে দেয়ায় ছেলে ও ছেলের বৌসহ তিনজনকে আসামি করে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার বৃদ্ধ ফজর আলী বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

মামরার আসামিরা হলো, বাদীর ছেলে জয়নাল আবেদীন ও তার স্ত্রী তহমিনা বেগম এবং ছেলে তৈয়ব আলী।

মামলা সূত্রে জানা গেছে, ফজর আলী বৃদ্ধ। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি অনেকটা মানসিক ভারসম্যহীন হয়ে পড়েন। তিনি কোন কাজকর্ম করতে পারেন না, ছেলের উপর নির্ভরশীল। তার নামে ১৫ শতক জমি ছিল। ২০১৬ সালের ৯ নভেম্বর আসামিরা ভুল বুঝিয়ে তার এ জমি হেবা দলিল করে নেয়। এর কিছুদিন পর থেকে আসামিরা তার উপর নিষ্ঠুর আচরণ শুরু করে। তিনি কষ্ট সহ্য করে তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। গত ৬ জুন আসামিরা টেনে হেঁচড়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তার ছেলে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। অপর আসামিরা তার ব্যবহৃত জিনিসপত্র বাইরে ফেলে দেয়। এ সময় বৃদ্ধ ফজর আলীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন