শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে বিদেশী পিস্তল ও গুলিসহ দু’সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক

যশোর থেকে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আজ সোমবার (৬ জুন) র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ বিকেল ৩টার দিকে  যশোর জেলার অভয়নগর থানাধীন চলিশিয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী  তারেক আহমেদ সজল(৩৮), পিতা-আলী আহমেদ তরফদার, মাতা-রেখা বেগম, ২ মারুফ @ তুহিন(৩২), পিতা-মৃত মাহমুদ, মাতা-হোসনে আরা, উভয় সাং-কোটা, থানা-অভয়নগর, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বয়ের হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও ২টি মোবাইলফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন