শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে চোখ উপড়ে ও পুরুষাঙ্গ কেটে শ্রমিক হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় চোখ উপড়ে শ্বাসরোধে ও পুরুষাঙ্গ কেটে নকিম উদ্দিন (৬০) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ মে) রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদ’র বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত নকিম উদ্দিন বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফিরোজ উদ্দিন।

গ্রামবাসী ও পুলিশ জানান, গত ২৬ মে উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার জন্য ৩ জন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন বেনজির আহম্মেদ। এরমধ্যে একজন রোববার (২৯ মে) বিকালে চলে যান। বাকি দু’জন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে কৃষক বেনজির এর বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে মালিক বেনজির ঘরের দরজায় গিয়ে দেখতে পান দরজা খোলা। ঘরের ভেতরে ঢুকে দেখেন শ্রমিক নকিমের চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় লাশ পড়ে আছে ও অপরজন পালিয়ে গেছে। তিনি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায়।

বাঘারপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, হত্যাকান্ডে জড়িত আসামিকে ধরার জন্য অভিযান চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নজরদারি অব্যাহত রাখা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন