খুলনা, বাংলাদেশ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ১৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত
  বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনকারী গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন : আদালত
  ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে : শিক্ষামন্ত্রী
  সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ, পাসের হারে শীর্ষে যশোর, সর্বনিম্ন সিলেট বোর্ড

কেশবপুরে গৃহবধু মেরিনা হত্যার প্রতিবাদে মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে গড়ভাঙ্গা বাজারে এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর সরকারী এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী, গৃহবধু মেরিনা পারভীন এর খুনি আনিছুর রহমান সাগর (রিপন)কে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণির জনগন অংশগ্রহণ করে এ জঘন্যতম হত্যার বিচারসহ ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মাউস এর পরিচালক মোসলেম উদ্দিন, সাবেক ইউপি সদস্য কবরী বেগম, মেরিনের বাবা আবুল কালাম আজাদ, শিক্ষক নাজমুল হোসেন, রবিউল ইসলাম, আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম, বোন প্রিন্সেস বেগম প্রমুখ।

উল্লেখ্য ঈদের দিন পাষান্ড স্বামী তার স্ত্রী মেরিনা পারভীনকে উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্নক জখম করে। দীর্ঘ ৮ দিন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১১ মে তার মৃত্যু হয় ।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!