যশোরে কাস্টমস অফিসের সহায়ক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস অফিসার মিলন হোসেন ও তার মা-বাবাসহ তিনজনকে আসামি করা হয়েছে।
যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার পিয়ারুর বাড়ির ভাড়াটিয়া নাজমুল হোসেন জয় এ মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, গাজীপুর জেলা শহরের কেনাকাটা গলির মামুনের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস শেখ ও তার স্ত্রী ফজিলা বেগম এবং ছেলে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তা মিলন হোসেন।
মামলা সূত্রে জানাগেছে, আসামিরা নাজমুল হোসেন জয়ের আত্মীয়। আসামি মিলন হোসেন ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কাস্টমসে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার প্রস্তাব দেন। এতে নাজমুল হোসেন জয় রাজি হয়ে ২০২০ সালের ১১ অক্টোবর বাড়ির সকলের উপস্থিতিতে আসামিদের ৪ লাখ টাকা প্রদান করেন। এক মাসের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে পরের মাসে সমুদয় টাকা ফের দেবেন বলে তিনি অঙ্গীকার করেন। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে জয়কে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চান। আসামিরা টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকে।
গত ১৩ মে আসামিদের ডেকে শালিসের মাধ্যমে টাকা ফেরত চাইলে তর্ক বিতর্কের একপর্যায়ে আসামিরা কোনো টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে চলে যায়। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা আদায়ে ব্যর্থ হয়ে বুধবার জয় আদালতে এ মামলা করেছেন।
খুলনা গেজেট/ এস আই