শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ঝিকরগাছায় লেবুবাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীর লেবু বাগান থেকে সখিনা খাতুন সখি (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার তালশারি গ্রামের আব্দুস সত্তারের লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।

সখিনা খাতুন উপজেলার শোনাকুড় গ্রামের সবজি বিক্রেতা নুরাব উদ্দীনের (৫০) স্ত্রী। সকিনার সাথে নূরাব আলীর গত ২৫ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

গৃহবধূর শ্বশুর বাড়ির সদস্যদের অভিযোগ, রোববার সন্ধ্যায় সখিনা খাতুন মণিরামপুর উপজেলার পাচপোতা গ্রামে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর সোমবার সকালে ঝিকরগাছার তালশারি গ্রামের আব্দুস সাত্তারের লেবু বাগানে সখিনা খাতুনের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন