বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নেত্রকোণার গুমাই নদীতে ট্রলারডুবি, ১১ মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

নেত্রকোনার কমলাকান্দা উপজেলার গুমাই নদীতে বালুভর্তি নৌকার সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে।  উদ্ধার করা হয়েছে ১১ জনের মরদেহ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে উপজেলার রাজানগর গ্রামে গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। তবে ট্রলারে কয়জন যাত্রী ছিলো এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এই ট্রলারটি ডুবে গেছে।

এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন