বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার ধোপাদীতে পানিতে ডুবে আসিকুর রহমান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ধোপাদী ৩ নম্বর ওয়ার্ডে পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশে থাকা পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

আসিকুর রহমান ধোপাদী এলাকার মনিরুজ্জামান মন্টুর ছেলে ।সে অভয়নগর উপজেলা অটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির উঠানে সে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুর থেকে বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় আসিকুরকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীন হাসান বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। লাশ তাদের কাছে দেয়া হয়েছে।

মাগরিবের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন