বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছা সীমান্তে অজ্ঞাত যুব‌কের লাশ উদ্ধার

চৌগাছা প্রতিনিধি

য‌শো‌রের চৌগাছা উপ‌জেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা কা‌বিলপুর গ্রা‌মের জি‌রো প‌য়েন্ট থে‌কে এক অজ্ঞাত যুব‌কের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার চৌগাছা থানা পু‌লিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, আনুমা‌নিক দুই-তিন দিন আগে তা এখানে ফে‌লে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, কা‌বিলপুর গ্রা‌মের জি‌রো প‌য়ে‌ন্টে আব্দুর রাজ্জাকের ধান ক্ষে‌তের নিচে কপোতাক্ষ নদের ধারে ফুলে উঠা যুব‌কের লাশ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেয় তারা। সংবাদ পে‌য়ে চৌগাছা থানার এসআই নুরন‌বির নেতৃ‌ত্বে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য য‌শোর আড়াই‌শ’ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

চৌগাছা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনার বিষ‌য়ে তদন্ত শুরু হ‌য়ে‌ছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন