শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে চাঁদা দিতে অস্বীকার করায় তিনজনকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাটে চাঁদা দিতে অস্বীকার করায় একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, রাজারহাট বিহারি কলোনির শাহিন হোসেন (৪২), তার ভাই ইসলাম (৫০) ও ভাইজি শান্তা খাতুন (১৫)।

আহত শাহিন জানান, বাড়ির পাশে তার জ্বালানি তেলের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ফুলন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। শুক্রবার সকালে ফুলনের নেতৃত্বে রিমন, ইমন, চান্দুসহ ৭/৮জন তার দোকানে এসে ফের চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তার ভাই ইসলাম ও ভাইজি শান্তা বাধা দিতে গেলে হামলাকারীরা তাদেরকের ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহত শাহিন ও ইসলামের বুকে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এছাড়াও শান্তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন