শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চৌগাছা-ঝিকরগাছা রুটে ফের যাত্রীবাহি বাস চালু

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছা থেকে ঝিকরগাছা রুটে ফের যাত্রীবাহি বাস চালানো শুরু করেছে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতি। মঙ্গলবার বেলা ৯টা ৪০ মিনিটে শহরের ঝিকরগাছা সড়কের বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের পাশ থেকে একটি যাত্রীবাহি বাস ঝিকরগাছার উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে এই বাস চলাচলের উদ্বোধন করা হয়।

বিভিন্ন কারণে এই রুটে বাস চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছিল চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতি। গত নির্বাচনে বর্তমান কমিটি এই রুটে বাস চালনোর ঘোষণা দিয়ে নির্বাচিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি প্রধান শিক্ষক কামাল আহমেদ ও হাজী জাফর উল্যাহ, অর্থ সম্পাদক আশারাফ আলী, দপ্তর সম্পাদক ময়নুদ্দীন ময়না, সড়ক সম্পাদক ইসরাইল হোসেন ও মধু বিশ্বাস, সদস্য শরিফুল ইসলাম, ফরিদুজ্জামান, লাবু দেওয়ান, আমজেদ হোসেন, মিজানুর রহমান, রমজান আলী, মশা রহমান, মিন্টু রহমান প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন