বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ট্রাকচাপায় এনামুল হক (৪৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধারপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি পালবাড়িতে ভাড়া বাড়িতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহের দিক থেকে আসা বেনাপোলগামী ফ্রেশ কোম্পানির একটি কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-উ-১৪-১৫৮২) দ্রæতগতিতে পালবাড়ি ভাস্কর্য মোড় অতিক্রম করছিল। এসময় একই দিক থেকে আসা এনামুল হক তার মোটরসাইকেল নিয়ে বাক ঘুরতে গেলে পেছন থেকে ট্রাকটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে এনামুলের মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন এনামুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পরই স্থানীয় জনতা ট্রাকচালক মনিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন