বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরের চিংড়া বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার কমিটির আয়োজনে ব্যবসায়ীদের নিরাপত্তা, চাঁদাবাজ হাত থেকে রক্ষা, সুদখোর ও মাদক ব্যাবসায়ী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রবিবার সকালে চিংড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চিংড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে বাজারের ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তব্য রাখেন চিংড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বিধান দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোড়ল, ব্যবসায়ী শফিকুল ইসলাম, প্রদীপ দত্ত, দীনবন্ধু দত্ত পুতুল প্রমুখ।

চিংড়া বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজ, সুদখোর, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অত্যাচারে তারা ব্যবসা পরিচালনা করতে পারছে না।

মানববন্ধনে নেতৃবৃন্দ প্রশাসনের নিকট চিংড়া বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করা, চাঁদাবাজ হাত থেকে রক্ষা, সুদখোরদের হাত থেকে রক্ষা, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার চিংড়া বাজারের ব্যবসায়ীদের উপর চাঁদাবাজ, সুদখোর ও মাদক ব্যবসায়ীসহ সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা স্থানীয় ছাত্রলীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন