শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

নওয়াপাড়ার ধোপাদীতে অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্থ

অভয়নগর প্রতিনিধি

যশোরের নওয়াপাড়ায় ধোপাদীতে অগ্নিকাণ্ডে ১টি পোল্ট্রি ফার্ম পুড়ে গেছে। আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধোপাদী গ্রামে উলুর বটতলা সংলগ্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ৩নং ওয়ার্ডের ধোপাদী গ্রামে উলুর বটতলা সংলগ্ন মোঃ কাইমুজ্জামান বাবুল ফকিরের পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সড়ক দিয়ে ওই রাতে পিকাপ গাড়ির ড্রাইভার দেখতে পান। প্রথমে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকলে এলাকার বাসিন্দারা তখন আগুন নিভানোর চেষ্টা করে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী জানান ভেতরে থাকা কিছু মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছু মুরগির বাচ্চা মারা গেছে। আনুমানিক ঘরসহ ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন