শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে মাদক মামলায় কারবারিকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদক মামলায় মশিয়ার রহমান নামে এক কারবারিকে ছয় মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মশিয়ার রহমান কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মীরপাড়ার আনার আলী সানার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর কেশবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাজারের নুর আলীর বাড়ির সামনে অভিযান চালায়। এসময় সন্দেহজনকভাবে মশিয়ারকে আটক ও তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই সুব্রত কুমার সরকার বাদী হয়ে মশিয়ারকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে কেশবপুর থানায় মামলায় করেন। এ মামলার রায়ে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন