বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে যুবক জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে চঞ্চল হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি শহরের ষষ্টিতলা এলাকার সবর আলীর ছেলে।

আহত চঞ্চল জানান, এলাকার মাদক বিক্রি করতে বাধা দেয়ায় একটি চক্রের সাথে তার বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার রাত সাড়ে আট টার দিকে তিনি বেজপাড়া বুনোপাড়ায় দাড়িয়ে ছিলেন।

এসময় ৪/৫ জন সন্ত্রাসী মুখে মাস্ক পরে এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দীন জানান, আহতের পিঠে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে সুস্থ আছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন