শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে শিক্ষার্থী অপহরণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের পুরাতন কসবা এলাকা থেকে এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আসামিরা হলেন, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আতিল্লা বিশ্বাসের ছেলে ইভোন বিশ্বাস ও একই গ্রামের সুধির মন্ডলের ছেলে লিটন মন্ডল। রোববার রাতে ওই শিক্ষার্থীর বাবা মামলাটি করেছেন।

মামলায় তিনি বলেছেন, গত ১১ এপ্রিল সকালে তার মেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সকাল সাড়ে ১০টায় যশোর শহরের কারবালা মসজিদের সামনে পৌঁছালে আসামিরা একটি সাদা রঙের প্রাইভেটকারে তার মেয়েকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে যে কোনো ধরনের ক্ষতি করতে পারে বলে মামলায় উল্লেখ করেছেন তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন