যশোরে মাদক মামলায় এক নারীর চার বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ সাজা প্রদান করেন।
পলাতক আসামি সখিনা খাতুন অভয়নগর উপজেলার বুনোরামনগর গ্রামের আজিবর সরদার ওরফে কাশেমের স্ত্রী। একই মামলায় সখিনার স্বামী কাশেমকে খালাস ও উপজেলার শংকরপাশা গ্রামের আমির আলী গাজির ছেলে আবুল কালামকে এক বছরের সাজা প্রদান করে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি ভিম সেন দাস।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৮ এপ্রিল পুলিশ জানতে পারে বুনোরামনগর গ্রামের আজিবর সরদারের বাড়িতে ফেনসিডিল রয়েছে। এরপর তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে কাশেমের স্ত্রীকে সখিনাকে আটক করে। এসময় তার ঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আবুল কালামের বাড়ির পাশ থেকে আরও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। একই সাথে কালামকেও আটক করা হয়। কিন্তু পালিয়ে যায় কাশেম।
এ ঘটনায় অভয়নগর থানায় এসআই আশরাফুজ্জামান বাদী হয়ে মামলা করেন। বুধবার এ মামলার রায় ঘোষণা করে আদালত। এসময় সখিনা বেগম অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অপর দু’জনের মধ্যে একজনকে খালাস ও অপরজনকে প্রবেশনে মুক্তি দেয়া হয়।
খুলনা গেজেট/ টি আই